
ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে খাদ্যদ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা করিম। মঙ্গলবার রাতে এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এপিবিএন-৫ এর অপারেশনাল টিম, ঢাকা জেলা প্রশাসন এবং বিএসটিআই এর যৌথ উদ্যোগে ভেজাল বিরোধী এ অভিযান পরিচালিত হয়।
দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা করিম এবং বিএসটিআই’র কর্মকর্তা নোভেরা বিনতে নুর।
সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান জানান, রাজধানীর ১সি, ১০/১, মিরপুর, ঢাকা এলাকায় অবস্থিত আমির কনফেকশনারী এন্ড জেনারেল স্টোর বিএসটিআইয়ের ছাড়পত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও দীর্ঘদিন ধরে তা নবায়ন না করে বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী বিপনন করে আসছে। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ আমিরুল ইসলামকে (৫৪) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা করিম মোট ১ লাখ টাকা জরিমানা করেন।
অপর এক অপারেশনের তথ্য জানিয়ে তিনি বলেন, তেজগাঁওয়ের তৃপ্তি ফুড প্রোডাক্টস বিএসটিআই লাইসেন্স ব্যতিত কাপড়ে ব্যবহৃত রং, ক্ষতিকারক কেমিক্যাল ও অপরিশোধিত পানি ব্যবহার করে অবৈধভাবে নকল জুস তৈরী করে বাজারজাত করে আসছিল। তাই ওই কারখানায় উৎপাদিত বিপুল পরিমান নকল জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/টিএস