
ঢাকা: রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ভাষা উন্নত হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ “বিজয়ের ৪৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তাদের (আওয়ামী লীগের) নেতাদের ভাষা উন্নত হওয়া উচিৎ। তারা যেভাবে কথা বলছেন মনে হচ্ছে দেশে ভোটাধিকার ফিরিয়ে দেবার মালিক তারা। এই ধরনের ধারণা থেকে তাদের বের হয়ে আসা উচিৎ।”
তিনি বলেন, সংলাপ নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা যে সমালোচনা করছে তা রেটরিক ছাড়া আর কিছু নয়।
খসরু বলেন, “দেশে নির্বাচন ব্যবস্থা সম্পূর্নরূপে ভেঙ্গে পড়েছে; এখন আর নির্বাচন নেই, আছে নির্বাচনী প্রকল্প আর এই প্রকল্পের কাজ হচ্ছে ক্ষমতাসীনদের জোর করে জিতিয়ে দেয়া।” তিনি আরও বলেন, “আওয়ামীলীগ নিজেদের দেশের মালিক মনে করে সবকিছুতে তাদের একচ্ছত্র আধিপত্য চালাতে চায়। অথচ দেশের মালিক আওয়ামীলীগ নয়, জনগণ।”
নাসিক নির্বাচন নিয়ে খসরু বলেন, “নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের দিকে দেশের মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে কি না, নাকি পূর্বের মত তাদের নির্বাচনী প্রকল্প বাস্তবায়নে কাজ করবে “
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হোসেন রাজু প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব