
ডেস্ক: ভক্তরা সবাই জানেন জনপ্রিয় চলচ্চিত্র ‘কাহোনা পেয়ার হে’ এর মাধ্যমে রূপালী জগতে পর্দাপণ করেছেন হৃত্বিক রোশন এবং আমিশা পাটেল।
২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবিটির মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নেয় ওই জুটি। তবে অনেকেই জানেন না ছবিটিতে নায়িকা হিসেবে পরিচালক রাকেশ রোশনের প্রথম পছন্দ ছিল নবাব বধূ কারিনা কাপুর।
এক সাক্ষাৎকারে ‘যাব উই মেট’ অভিনেত্রী কারিনা বলেন, ‘কাহোনা পেয়ার হে’ চলচ্চিত্রের কয়েকটি দৃশ্যে প্রথম আমি কাজ করেছি। যা প্রাধান কপিতে যোগও করা হয়ছে। এমনকি এ ছবির মাধ্যমেই আমি প্রথম রূপালী জগতে অভিনয়ের সুযোগ পাই।’
তবে কি কারণে কারিনা ছবিটি থেকে বাদ পড়েছেন তা খোলাসা করেননি তিনি। ছবির একটি দৃশ্যে দেখা গেছে, সাগরের পার দিয়ে হৃত্বিকের সঙ্গে নীল পোশাক পরিহিত নায়িকা হেঁটে আসছেন। তবে এই সুন্দরী নায়িকা আমিশা পাটেল নন ‘হিরোইন’ বেবো। সূত্র-টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই