
ঢাকা: অভিনয়ে কিংবা আবেদনে, শ্রীলেখা মিত্র নামেই দুই বাংলাতে হার্টবিট বেড়ে অসংখ্য পুরুষের। বাঙালী পুরুষের কাছে চির আরাধ্য এই অভিনেত্রীকে দর্শকের ভালোবাসায় কেউ কখনো পিছনে ফেলতে পারেননি। তারপরও ইদানীংকালে পর্দায় হাজিরা কমিয়ে দিয়েছেন তিনি। জ্বি বাংলার কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র বাইরে সিনেমাতেও অনিয়মিত হয়ে পড়েছেন শ্রীলেখা।
সিনেমাতে কেন অনিয়মিত হয়ে পড়ছেন শ্রীলেখা! এমন প্রশ্নের জবাবে সম্প্রতি পশ্চিমবাংলার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বেশ বড়সড় বোমিই ফাঁটিয়েছেন তিনি। জানিয়েছেন অনেকের অবদমিত মনের ইচ্ছা পূরণ করেননি বলেই সবার প্রিয় ‘শ্রীলেখা মিত্র’ অনিয়মিত হয়ে পড়েছেন টালিগঞ্জ পাড়ায়।
মিডিয়া স্কাউচ বা ইন্ডাস্ট্রিতে মেয়েরা যৌন হয়রানির শিকার হয় কি না, এমন প্রশ্নের জবাবে শ্রীলেখা বলেন, ‘মিডিয়া স্কাউচ অবশ্যই রয়েছে। তবে আমাদের এখানেরটা একটু ভিন্ন। এখানে কোনো নারী ধর্ষন হয়না। যা হয় সমঝোতা-সম্মতিতেই হয়। আর যে নারী সেটা পারে তার ভাগ্যও খুলে যায়। খুলেছেও অনেকের। এখনো খুলছে। কিন্তু দূর্ভাগ্য বশত আমি সেটা কোনোদিনই পারিনি। কারো সাথে সম্পর্ক করতে আমার দোষ নেই। কিন্তু কাজের বিনিময়ে সম্পর্ক; এ কেমন কথা! আমি তো শিল্পী, পণ্য তো নই।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস