
ঢাকাঃ নাটকে জুটি হয়ে কাজ করলেও বড় পর্দায় কখনো একসঙ্গে কাজ করেনি লাক্স তারকা জাকিয়া বারী মম ও নিরব। আর এবারই প্রথম বড় পর্দায় একসাথে দেখা যাবে নিরব-মমকে। তরুণ নির্মাতা রফিক শিকদার পরিচালিত ‘আমি শুধু তোর হবো’ সিনেমাটিতে আবার এক সঙ্গে কাজ করছেন হালের জনপ্রিয় দুই তারকা। মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাবে ছবিটির জমকালো এক মহরত অনুষ্ঠিত হয়।
ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘এর আগেও রফিক শিকদারের সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে। এবার তার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি ‘ভোলা তো যায় না তারে’ ছবির মতো এই ছবিটিও সফল হবে।’ মম’র সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধা প্রসঙ্গে নিয়ে নিরব নবলেন, ‘মমকে নিয়ে প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। মম আমার খুব ভালো বন্ধু। এখানে অনেক প্রত্যাশা আছে। চেষ্টা করবো আমি ও মম সেই প্রত্যাশা পূরণ করতে।’
মম বলেন, ‘আমি শুধু তোর হবো’ ছবির গল্পটা অসাধারণ। এর আগে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির সাফল্যের পর সবাই আমাকে জিজ্ঞেস করতেন কেন আমি চলচ্চিত্রে নিয়মিত হচ্ছি না। আসলে ভালো গল্প ও চরিত্রের অপেক্ষাতেই আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে আমি এমন গল্প এবং চরিত্রের অপেক্ষায়ই ছিলাম। তাই কাজটি করতে রাজি হয়েছি।’
নিরব-মম ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী জাজ সরকার, নবাগতা ফারিয়া, শিমুল খান ছাড়াও আরো অনেকে। আবদুল মজিদ মিলটনের প্রযোজনায় আগামী মাসের প্রথমেই পাবনাসহ সারাদেশে ছবির নির্মাণ কাজ শুরু হবে। মৌলিক গল্পের এ ছবির কাহিনি, চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা রফিক নিজেই। ছবিতে সংগীতায়োজনে থাকছেন আরেফিন রুমি, আহমেদ হুমায়ূন, বেলাল খান ও তানভীর তারেক।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস