
ডেস্ক: ‘আমি বরবরাই সালমান খানের একজন বড় ভক্ত এবং সালমানই বলিউডের আসল বডিবিল্ডার।’ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান খান বিষয়ে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করেন আমির খান!
আমির খান বলেছেন, আমি সমসময়ই সালমানের বড় ভক্ত। ইন্ড্রাস্টির কেউ যদি বডিবিল্ডিংয়ে যুক্ত হয়ে থাকে সে হলো সালমান। আমি তার শরীর ও ফিটনেসের ভক্ত। আমি মনে করি সালমানের মতো ভাল শরীর আমার নেই। আমি তার কাছাকাছি আসার চেষ্টা করছি। সে বলিউডের সত্যিকারের বডিবিল্ডার।
সালমানের বর্তমান ছবি ‘সুলতান’ নিয়েও কথা বলেছেন আমির। তিনি বলেছেন, ‘সুলতান’ ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেননা, তার প্রত্যেকটি ছবি বিনোদনমূলক। আমরা তার ছবি উপভোগ করি। আমাদের দুইজনের ছবিতে মুষ্টিযোদ্ধার বিষয়টি মিললেও গল্প দুইটি একেবারেই ভিন্ন।
আমির বলেন, ‘সুলতান’ ছবির টিজার আমার পছন্দ হয়েছে। এছাড়া পাঞ্জাবে যে গানের শুটিং হয়েছে সেই গানটিও আমার পছন্দ হয়েছে।
‘দঙ্গল’ ছবির বিষয়ে আমির খান বলেছেন, ছবিটি মুষ্টিযোদ্ধার চেয়েও বেশি কিছু। মুষ্টিযোদ্ধা ছবিটির গুরুত্বপূর্ণ উপাদান হলেও পরিচালক নিতেশ তিওয়ারি এটিকে এর চেয়েও বেশি কিছু বানিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ