
ঢাকা: আমেরিকা প্রবাসী বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় তিনি এ সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৮৪) করেন। ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
শাওনের অভিযোগ, বান্টি মীর ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়াচ্ছেন। ওই ব্যক্তি আপত্তিকর মন্তব্য ও গালাগাল করে নানাভাবে তাকে হেয় করছেন। এমনকি জীবননাশের হুমকিও দিচ্ছেন। এগুলো তার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়।
অনুসন্ধানে জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’কে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গেলো কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। যা এখন ফেসবুকে ভাইরাল।
সম্প্রতি ‘ডুব’ সিনেমা নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন শাওন। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাটি ‘হুমায়ূন আহমেদের বায়োপিক’ এ মর্মে সেন্সর বোর্ডে নিজের আশঙ্কার কথা জানান। এর পরপরই সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল হয়।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ