
গাজীপুর: আরাকান ফেরত জঙ্গি ও দুই প্রকৌশলীসহ হরকাতুল জিহদের (হুজি) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
ঘটনাস্থল থেকে এসময় উদ্ধার করা হয় দুটি ছোরা, একটি চাপাতি, চারটি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রলবোমা ও জিহাদি বই।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা আটপুকুর গ্রামের আজিজুল হকের ছেলে মো. আমিনুল হক (৪৯), একই জেলার গোপালপুর থানার খামারপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. শহিদ উল্লাহ (৪৩), গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (২৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দপাড়া গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে মো. গোলাম কিবরিয়া খান (২৫)।
গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া। এছাড়া শহিদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের