
মানিকগঞ্জ: জেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে তবে এখনো বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিআইডব্লিউটিএর আরিচা কর্যালয়ের গেজ রিডার আলমগীর হোসেন জানান, শুক্রবার গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে ৯ দশমিক ৫৫ সেন্টিমিটার নেমেছে। বৃহস্পতিবার উক্ত পয়েন্টে পানির লেবেল ছিল ৯ দশমিক ৭১ সেন্টিমিটার।
জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও কমছে। তলিয়ে যাওয়া ঘর-বাড়ি, হাট-বাজার, স্কুল-কলেজের অবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করেছে। তবে পনি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব।
অন্যদিকে, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক লাখ লোক এখনও পানি বন্দী রয়েছেন। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহায়তা দরকার বলে জানিয়েছেন ওইসব এলাকার ভুক্তভুগি ও জনপ্রতিনিধিরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই