আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো পদত্যাগ

ডেস্কঃ কোপা আমেরিকার চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে বিদায় বলে দেন অধিনায়ক লিওনেল মেসি। যদিও মেসির ব্যাপারটা ঝুলন্ত। এদিকে আর্জেন্টিনার ফুটবল দলের দায়িত্বে থাকা কোচ জেরার্ডো মার্টিনো পদত্যাগ করেছেন। মার্টিনোর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে এএফএ।
বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের টেকনিক্যাল কমিটি তার পদত্যাগ পত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এএফএর নতুন কমিটির কাঠামো নিয়ে অনিশ্চয়তা ও আর্জেন্টিনার অলিম্পিকের দল গঠন সংক্রান্ত সমস্যার কারণে মার্টিনো এবং তার সহযোগীরা পদত্যাগের পথটা বেছে নিয়েছেন।’
আর্জেন্টিনাকে টানা তিন বছর তিনটি ফাইনালে তুলেছেন মার্টিনো। তার নেতৃত্বে ২৯ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা হেরেছে তিনটিতে, জয় ১৯টিতে, আর সাতটিতে ড্র।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এসজি