
ঢাকা: আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, কোপা আমেরিকাতেই গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডটা ভেঙে ফেলবেন লিওনেল মেসি। হলো ঠিক তা-ই।
বুধবার স্বাগতিক কোপার সেমিফাইনালের খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত এক গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। বনে গেলেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা।
আর্জেন্টিনার হয়ে ৫৪ গোল করেন বাতিস্তুতা। তাকে পেছনে ফেললেন বার্সেলোনার বর্তমান সুপারস্টার মেসি। জাতীয় দলের হয়ে ৫৫টি গোল যোগ হয়েছে মেসির নামের পাশে। যদিও উইকিপিডিয়ায় বাতিস্তুতার গোলসংখ্যা দেখানো হয়েছে ৫৬টা। তবে ১৯৯৫ সালে স্লোভাকিয়ার যুব দলের বিপক্ষে করা দুটি গোল ফিফা আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি।
৫৫ তম গোল করতে মেসির লেগেছে ১১২ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা ৫৫ গোল করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।
আর্জেন্টিনার শীর্ষ পাঁচ গোলদাতা
১. লিওনেল মেসি ১১২ ম্যাচ গোল ৫৫।
২. গ্যাব্রিয়েল বাতিস্তুতা ম্যাচ ৭৮ গোল ৫৪।
৩. হারনান ক্রেসপো ম্যাচ ৬৪ গোল ৩৫।
৪. দিয়েগো ম্যারাডোনা ম্যাচ ৯১ গোল ৩৪।
৫. সার্জিও আগুয়েরো ম্যাচ ৭৬ গোল ৩৩।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই