
ডেস্ক: আর্মেনিয়ার সংসদে দেশটির বিরোধীদলীয় নেতা নিকোল পাসিনিয়ানকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ানের পদত্যাগের দুই সপ্তাহ পরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলো।
মঙ্গলবার আর্মেনিয়ার সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দেন সংসদ সদস্যরা। এসময় রাজধানী ইয়েরেভ্যানের রিপাবলিকান স্কোয়ারে পাসিনিয়ানের হাজার হাজার সমর্থককে উল্লাস করতে দেখা গেছে।
সম্প্রতি আর্মেনিয়ার জনগণ একক পার্টির দেশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। ভেলভেট রেভুলিউশন নামে পরিচয় পাওয়া এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ৪২ বছর বয়সি পাসিনিয়ান।
তিনি সংসদ সদস্যদের প্রতিশ্রুতি দেন, দেশটিতে মানবাধিকার রক্ষিত হবে এবং দুর্নীতি ও ভোট কারচুপির অবসান ঘটবে। তিনি বলেন, ‘আইনের কাছে সব মানুষ সমান। আর্মেনিয়ায় এখন থেকে কোন ব্যক্তি বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না।’
আর্মেনিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ান সাবেক সাংবাদিক এবং সম্পাদক ছিলেন। তিনি দেশটির সর্বাধিক বিক্রিত সংবাদপত্র হেকাকান ঝামানাক(দ্য আর্মেনিয়ান টাইমস) এর সম্পাদক ছিলেন। তিনি ক্ষমতাসীন সরকারের কড়া সমালোচক ছিলেন। সম্পাদক হিসেবে মানহানির মামলায় বিভিন্ন সময়ে তিনি দণ্ডিত হন। ২০০৯ সালে হত্যা এবং ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। অবশেষে ২০১১ সালে সাধারণ ক্ষমার আওতায় তিনি অন্যান্য রাজবন্দীদের সঙ্গে মুক্তি পান। সূত্র: আল জাজিরা, বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম