
ডেস্ক: টানা দুই ম্যাচ হারের পর প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ০-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এর আগে গত দুই রাউন্ডে এভারটন ও ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল আর্সেন ভেঙ্গারের শীর্ষরা।
এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু কর্নার থেকে ছয় গজ বক্সের মধ্যে বল পেয়ে পোস্টে মেরে সহজ সুযোগটা নষ্ট করেন চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেস।
এরপরেও অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল। ৮৩ মিনিট পর্যন্ত গোলের প্রচেষ্টায় ২১টি শট নেয় তারা, যার আটটিই ছিল লক্ষ্যে। কিন্তু সাফল্য মিলছিল না। অবশেষে ৮৬তম মিনিটে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।
এই জয়ের পর আর্সেনালের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ৩৭। সমান ম্যাচে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৪৬।
সম্পাদনা: জাবেদ চৌধুরী