আর্সেনাল-ম্যান ইউ লড়াই শনিবার

ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার মুখোমুখি হচ্ছে ম্যান ইউ-আর্সেনাল দ্বৈরথ। ওর্ল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
ম্যান সিটির সমান ২৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বরে আছে আর্সেনাল। ছয় পয়েন্ট কম নিয়ে ম্যান ইউনাইটেড রয়েছে ছয় নম্বরে।
অতীত পরিসংখ্যানে স্বস্তি খুঁজছে ম্যান ইউ। দুই দলের সবশেষ দশ ম্যাচের মাত্র একটি হেরেছে রেড ডেভিলস। ছয় জয়ের বিপরীতে ড্র করেছে তিনটি ম্যাচ।
সাসপেনশনের কারণে ইব্রাহিমোভিচের সার্ভিস পাচ্ছেন না স্পেশাল ওয়ান। এছাড়া ইনজুরির কারণে রুনি ও ফেলাইনিকে নিয়ে সংশয়ে রয়েছে।
অন্য ম্যাচে গার্দিওলার ম্যান সিটি খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। আর ওয়েস্ট হ্যামকে আতিথ্য দেবে টটেনহ্যাম।
সম্পাদনা: জাবেদ চৌধুরী