Thursday, June 30th, 2022
আর ফিরবেন না ফেলপস
November 13th, 2016 at 7:53 pm
আর ফিরবেন না ফেলপস

ঢাকা: ফেলপস ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পরই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। কিন্তু অবসর ভেঙ্গে ঠিকই রিও অলিম্পিকে অংশগ্রহণ করেন। সাফল্যও পেয়েছে আশানুরূপ। রিও অলিম্পিকের মধ্য দিয়ে আবার অবসরের ঘোষণা দিলেও ২০২০ সালে টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন কি-না— ফেলপসকে প্রায়ই এমন প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।

‘জল দানব’ জানালেন আর অবসর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। ফেলপস বলেন, ‘পরের অলিম্পিকে অংশগ্রহণ করার ব্যাপারে প্রত্যেকেই আমাকে এখনো জিজ্ঞাসা করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি এমন অবস্থাতেই আমার ক্যারিয়ারের ইতি টানা সর্বোত্তম হবে। এভাবেই আমি ২০১২ সালের অলিম্পিকে শেষ টানতে চেয়েছিলাম। কিন্তু আবার ফিরে আসতে সক্ষম হই। এর জন্য গত কয়েক বছরে আমি সবকিছুই করেছি এবং আমার ক্যারিয়ারটা আমার মতো শেষ করেছি। এভাবেই শেষ করতে চেয়েছিলাম।’

রিও অলিম্পিকের পর পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারো মাইকেল ফেলপস জানিয়েছেন, অবসর ভেঙ্গে তার পুলে ফেরার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি চীনের সাংহাইয়ে সফরকারকালে এমনটা জানান ২৩টি অলিম্পিক স্বর্ণ জেতা এই সাঁতারু দৃঢ়তার সঙ্গেই নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

অবিশ্বাস্য ক্যারিয়ারে যশ-খ্যাতি-অর্থ সবই পেয়েছেন। তবে ফেলপস জানালেন তাকে বর্তমান অবস্থানে আসতে অনেক ত্যাগ করতে হয়েছে; এসব ত্যাগ খুব কম মানুষই উপলদ্ধি করতে পারবে। তিনি বলেন, ‘আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা এর আগে কেউ করতে পারেনি। আমি প্রথম মাইকেল ফেলপস হতে চেয়েছিলাম। আমি জানতাম এটা হতে গেলে এমন মূল্য দিতে হবে যা অন্য কেউ করতে ইচ্ছুক না। আমার বয়স যখন পাঁচ কিংবা ছয়, তখন থেকেই আমি একটি দিন কাজের বাইরে থাকি নাই। হয়তো বড় দিন ছিল, ছুটির দিন বা জন্মদিন ছিল কিন্তু কাজের ক্ষেত্রে এসব কিছু আমার জন্য বিষয় ছিল না। আমি যখন ছোট্ট ছিলাম, তখন থেকেই আমি ত্যাগের ব্যাপারে উৎসাহী ছিলাম।’

৩১ বছর বয়সী ফেলপস গত জুনে সাবেক মিস ক্যালিফোর্নিয়া নিকোলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও বিয়ের আগেই এক ছেলে সন্তানের বাবা-মা হন তারা। ছেলে বোমারও কী বাবার মতো সাঁতারু হবে। জবাবে ফেলপস বলেন, ‘কিভাবে সাঁতার কাটতে হয় বোমার এটা শিখবে। তবে সে সাঁতারু হবে কি-না এটা তার পছন্দের ওপর নির্ভর করবে। সে যদি সাঁতারু হতে চায় এবং বাবার রেকর্ড ভাঙ্গতে চায়, তাহলে অবশ্যই এগিয়ে যেতে হবে। এটা দেখতে পারলে আমার ভালোই লাগবে।’

গ্রন্থনা: দেলোয়ার


সর্বশেষ

আরও খবর

আলোচনায় কাতার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা

আলোচনায় কাতার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা


বিদায় বেলায় কাঁদলেন মেসি, কাঁদালেন বিশ্বকে

বিদায় বেলায় কাঁদলেন মেসি, কাঁদালেন বিশ্বকে


অজিদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস, দুই ম্যাচ রেখেই সিরিজ জয়

অজিদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস, দুই ম্যাচ রেখেই সিরিজ জয়


অজিদের বিপক্ষে ফের দাপুটে জয়, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

অজিদের বিপক্ষে ফের দাপুটে জয়, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ


টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ঢাকায়

টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ঢাকায়


টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ


কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দেশের হয়ে প্রথম শিরোপা মেসির

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দেশের হয়ে প্রথম শিরোপা মেসির


আইসিসির মে মাসের সেরা হলেন মুশফিক

আইসিসির মে মাসের সেরা হলেন মুশফিক


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন