
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের জিকে ক্যানেল থেকে তৌফিক আলী (২৯) নামের এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামা আহসানুজ্জামান লাশ শনাক্ত করেন। কঙ্কালের হাড়ের সঙ্গে জড়ানো সাদাকালো চেক গেঞ্জি ও পরনের চেক লুঙ্গি দেখে লাশটি তার ভাগ্নের বলে শনাক্ত করেন। নিহত তৌফিক আলী কুষ্টিয়ার ইবি থানার বলরামপুর গ্রামের মৃত গগণ বিশ্বাসের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, রোববার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ১০/১২ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, ‘ নিহত তৌফিক আলী কলার ব্যবসা করতো। সে নিখোঁজ হওয়ার পর তার পরিবার কুষ্টিয়ার ইবি থানায় একটি জিডি করেছিল। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/হাজি