
ঢাকা: রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের আগুন প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় চার জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বহুতল ভবনটির আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরা মডেল টাউনের ৩ নম্বর সেক্টরের ২ নং রোডের ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার মিজান জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয় ক্ষতির বিষয়ে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, ওই মার্কেটে ইফতার করতে গিয়ে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, হাসান (৩৫), তার মেয়ে মাইশা (১০) ও ছেলে মুস্তাকিম (০৮)। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর আহত মামুন (২৮) জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
জিতু আহম্মেদ নামে মার্কেটের এক ব্যবসায়ী নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, বেঁচাকেনা করার সময় হঠাৎ করেই মার্কেটের ক্যাপসুল লিফটের বৈদ্যুতিক সংযোগ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আতঙ্কে আমরা সবাই মার্কেট থেকে বের হয়ে যাই। বাইরে এসে দেখি মার্কেটে আগুন জ্বলছে, ধোয়া বের হচ্ছে।
তিনি বলেন, এখন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে। টাওয়ারটিতে শপিংমল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই