আলাউদ্দিন টাওয়ার পরিত্যাক্ত ঘোষণা

ঢাকা: উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক)’র বিশেষজ্ঞ দল ভবনটি পরীক্ষা নীরিক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করে।
ভবনের নিরাপত্তার দায়িত্ব পালনকারি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তরা) বিধান ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভবনটির বেজমেন্টের কলামে ক্র্যাক পাওয়া গেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে টাওয়ারের শপিং কমপ্লেক্সের একটি ক্যাপসুল লিফট ছিঁড়ে পরে বিস্ফোরণ ঘটে। এরপরই আরেকটি লিফটও ছিঁড়ে পড়ে। একইসঙ্গে এসকেলেটরসহ অন্য লিফটগুলোতে ত্রুটি দেখা দেয়। ২০১২ সালেও ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/টিএস