
ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ডেলে আলির জোড়া গোলে অদম্য গতিতে ছুটে চলা চেলসির জয়যাত্রা থামিয়েছে টটেনহ্যাম হটস্পার। পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারীদের ২-০ গোলে হারিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
বুধবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামের পক্ষে প্রথম অর্ধে ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে ও ৫৪ মিনিটে গোল করেন আলি। দুবারই হেডে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।
লিগের এক মৌসুমে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার সুযোগ ছিল চেলসির। কিন্তু তা আর হলো না, টানা ১৩ ম্যাচ জিতেই থামতে হলো আন্তোনিও কোন্তের দলটিকে। এর আগে ২০০১-০২ মৌসুমে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগের এক আসরে টানা ১৩টি ম্যাচ জিতেছিল আর্সেনাল।
শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ৪৯। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় লিভারপুল।
চেলসিকে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।
এক ধাপ নেমে গেছে আর্সেনালও, তাদের পয়েন্ট ৪১। ২ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
সম্পাদনা: জাবেদ চৌধুরী