
ঢাকা: আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা আগামী ২১ ও ২২ জুন দুই দিনব্যাপী উদযাপন করতে যাচ্ছে ‘ফেত-দো-লা-মিউজিক বা বিশ্ব সংগীত দিবস’। এ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ সংগীত উৎসব।
২১ জুন মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ফরাসি ভাষার ছাত্র-ছাত্রী এবং ইকোল- দো- মিউজিকের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একক ও দ্বৈত সংগীত এবং যন্ত্রসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যেখানে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সংগীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর ভায়োলিনের মনোমুগ্ধকর সংগীত পরিবেশিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ২২ জুন, একই সময় সংগীতানুষ্ঠানে একাধিক তরুন ব্যান্ড দল সংগীত পরিবেশন করবে।
অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড ‘মনসরনী’র সংগীত পরিবেশন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
ফেত-দো-লা-মিউজিক প্রথম উদযাপন শুরু হয় ১৯৮২ সালে, ফ্রান্সে। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী এই দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তীকালে প্রতি বছর ২১ জুন তারিখে, বিশ্বের শতাধিক দেশে ফেত-দো-লা-মিউজিক উদযাপিত হয়ে আসছে।
বিভিন্ন ধারার সংগীত সবার কাছে পৌছে দেয়া, সংগীতের মাধ্যমে মানববন্ধন দৃঢ় করতে একের পর এক সংগীত পরিবেশনই হচ্ছে ফেত-দো-লা-মিউজিকের মূল ধারনা।
এই দিনের সংগীতানুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকে বলে অর্কেস্ট্রা, গীতিনাটক, কয়্যারের মত সংগীত প্রতিষ্ঠানগুলো রাস্তা, পার্কসহ জাদুঘর, রেল স্টেশন, দূর্গ’র মত খোলা জায়গায় সংগীত পরিবেশন করে থাকেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই