
ডেস্কঃ ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে সহশিল্পী আলিয়া ভাটের অভিনয়ে মুগ্ধ শহিদ কাপুর। গণমাধ্যমে তিনি বলেন, ‘ওই অভিনয়ের জন্য আলিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত’।
ছবি মুক্তির পর এক টুইট বার্তায় মহেশ ভাট বলেন, ‘নিজের মেয়েকে নিয়ে চারদিকে প্রশংসার যে ফুলঝুরি দেখছেন তাতে তিনি উদ্বেলিত’। শাহরুখ খানের সঙ্গে আলিয়ার একটি ছবি পোস্ট করে মহেশ ভাট জানিয়েছেন, আলিয়ার অভিনয়ে কিং খানের মুগ্ধতার কথা। অন্যদিকে, শহিদ কাপুরের সঙ্গে মেয়ে আলিয়ার আরো একটি ছবি পোস্ট করে তাদের এই সময়ে বলিউডে সবচেয়ে সাহসী অভিনেতা-অভিনেত্রী বলেও উল্লেখ করেন মহেশ।
শুক্রবার অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি মুক্তি পাওয়ার পরপরই ফিল্ম ক্রিটিকরা ছবিতে অন্যান্য শিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেন। ছবিতে শহিদ কাপুর একজন মাদকাসক্ত রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। অপরদিকে আলিয়া বিহার ছেড়ে পাঞ্জাবে আসা এক হকি খেলোয়াড়।
১৭ জুন মুক্তি পেয়েছে এই সময়ের তুমুল আলোচিত ছবি ‘উড়তা পাঞ্জাব’। মাদকের ছোবল নিয়ে নির্মিত এই ছবিতে শহিদ কাপুর, আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর ও পাঞ্জাবের সুপারস্টার দলজিৎ সিং। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছবিটি আয় করেছে ১০ দশমিক ০৫ কোটি রুপি। অভিষেক চৌবের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুরের ‘বালাজি মোশন পিকচার্স’ এবং নির্মাতা অনুরাগ কাশ্যপের প্রযোজনা হাউজ ‘ফ্যানটমস’। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসজি