
ডেস্ক: মোহাম্মদ আলিকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। অপরদিকে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার মনে করা হয় স্যার গ্যারি সোবার্সকে। ৭৪ বছর বয়সে আলি মৃত্যুবরণ করলেও, ৭৯ বছর বয়সী সোবার্স এখনো টিকে আছেন পৃথিবীতে। তাই না– ফেরার দেশে চলে যাওয়া কিংবদন্তি আলিকে কাল লর্ডসে শ্রদ্ধা জানালেন সেবার্স।
এই দুই ক্রীড়াবিদের মধ্যে দেখাও হয়েছিল একবার। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ড সফরে এসেছিলেন সোবার্স। আলি ওই সময় লন্ডন এসেছিলেন হেনরি কুপারের বিপক্ষে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে লড়তে। দুই কিংবদন্তির দেখা হয় তখনই।
সেবার অপরাজিত ১৬৩ রান করে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা ড্র করতে বড় ভূমিকা রেখেছিলেন সোবার্স। অপরদিকে বক্সিং রিংয়ের লড়াইয়ে আলি কুপারকে হারিয়ে দিয়েছিলেন ষষ্ঠ রাউন্ডেই।
কাল লর্ডসে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের মধ্যাহ্নবিরতির সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো আলি-সোবার্সের সেই সাক্ষাতের কতগুলো ছবি। দিনের দ্বিতীয় সেশন শুরুর পাঁচ মিনিট আগে ঐতিহ্য মেনে লর্ডসের প্যাভিলিয়নে ঘণ্টা বাজান স্যার গ্যারি সোবার্স। একই দিনে আলির নিজের শহর লুইভিলেও তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস