
ঢাকা: আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন আবার পেছানো হয়েছে। তৃতীয় বারের মত সম্মেলন পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর। এর আগে ১০ ও ১১ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় সম্মেলন পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভা শুরু হয়। সভায় দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিবার্ষিক জাতীয় এ সম্মেলন প্রথম ঠিক হয় গত ২৮ মার্চে। ঈদের কারণে ওই তারিখ পরিবর্তন করে নতুন সময় ঠিক করা হয় ১০ জুলাই। শনিবার দলের নীতি নির্ধারণী এ বৈঠকে সময় ফের পরিবর্তন করা হয়।
আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র কর সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ এবং ১১ জুলাই নির্ধারণ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই