আ’লীগের সেমিনার সোমবার

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে ‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এবং সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখবেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই