আ’লীগ নেতা হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলায় জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জামায়াত নেতা আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের অবেদন করেন। শুনানী শেষে বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে বিকেল চারটায় তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এই মামলার চার্জশীট ভুক্ত আসামী জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তার।
একই মামলার অন্যতম দুই আসামী জবান আলী ও বাবুল মোল্লা ক্রসফায়ারে নিহত হয়েছেন।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: সজিব ঘোষ