
ওয়াশিংটন: সর্বকালের সেবা ক্রিড়াবিদ মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রকাশ ও শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে। রাজনীতিক, ব্যবসায়ী, ক্রিড়া ও বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা শোকপ্রকাশ করেছেন ‘দি গ্রেটেস্ট’র এর বিদায়ে।
ডেভিড ক্যামেরন: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, মোহাম্মদ আলী কেবল বক্সিং রিংয়েই চ্যাম্পিয়ন ছিলেন না। তিনি ছিলেন নাগরিক অধিকারের ক্ষেত্রেও চ্যাম্পিয়ন। এমনকি বহু মানুষের কাছে তিনি ছিলেন রোল মডেল।
বিল ক্লিনটন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সব সময় প্রশংসা করেছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সাহসের। তার মৃত্যুর পর ক্লিনটন বলেন, দীর্ঘ সময় ধরে আমরা তাকে বক্সিং রিংয়ে সাহসী দেখেছি। তরুণদের উৎসাহ দিতে দেখেছি।
বিল ক্লিনটন বলেন, তিনি ছেলেন, অন্যের প্রয়োজনের সময় গভীর করুণাময় একইসাথে নিজের স্বাস্থ্যের অবনতি ও কষ্টের সময় ধৈর্য্যধারণকারী ও শক্তিশালী। তার মৃত্যুতে আমি ও হিলারি হতবিহবল।
ডোনাল্ড ট্রাম্প: রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র ৭৪ বছর বয়সে মারা গেলেন মোহাম্মদ আলী। তিনি ছিলেন সত্যিকারের মহা চ্যাম্পিয়ন ও বিস্ময়কর এক ব্যক্তিত্ব। সবাই তাকে মিস করবে।
মাইক টাইসন: তারকা ক্রিড়াবিদ মাইক টাইসন বলেন, খোদ স্রষ্টা নেমে এসেছেন তাকে চ্যাম্পিয়ন করতে। একজন গ্রেটের জন্য এর চেয়ে বেশি কী হতে পারে।
টিম কুক: অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, যে সাহস করে ঝুঁকি নিতে পারে না সে জীবনে কিছুই অর্জন করে পারে না। শান্তিতে থাক মোহাম্মদ আলী।
হানা আলী: মোহাম্মদ আলীর মেয়ে হানা আলী বলেন, ‘আমাদের বাবা ছিলেন নম্রতার পাহাড়। এখন তিনি চলে গেছেন স্রষ্টার কাছে। স্রষ্টা তোমাকে আশির্বাদ করুন ড্যাডি।’
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের তারকা, রাজনীতিবিদ রাষ্ট্রনায়কেরা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সূত্র: বিজনেস ইনসাইডার, বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই