
ডেস্ক: বিশ্ববক্সিংয়ের লিজেন্ড মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ববাসী। এ শোক থেকেই আলীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অমিতাভ বচ্চনও।
মোহম্মদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছেন, আলীর সঙ্গে নাকি বলিউডে একটি ছবি করতে চেয়েছিলেন এই বিগ বি।
শনিবার গণমাধ্যমকে অমিতাভ জানিয়েছেন, ১৯৭৯ সালে লস অ্যাঞ্জেলসের বেভারি হিলে মোহম্মদ আলীর বাসায় গিয়েছিলাম। প্রকাশ মেহরাজি আমাদের নিয়ে একটি ছবি বানাতে চেয়েছিলেন। সে বিষয়ে কথা বলতে আমরা সেখানে গিয়েছিলাম। ছবিটি তৈরি হয়নি কিন্তু তার সঙ্গে যে সময় কাটিয়েছিলাম সেটি ভোলার নয়।
তিনি বলেছেন, আমি মনে করি তিনি সবেচেয়ে সেরা এবং সেরাই থাকবেন। শুধু বক্সিং রিংয়ে নয়, ব্যক্তিজীবনেও নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে তাকে। সবখানেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
অমিতাভ বলেছেন, বর্ণবিদ্বেষের মুখে পড়ায় নিজের সোনার পদক নদীতে ছুঁড়ে ফেলেছিলেন মোহম্মদ আলী। নিজের বইতে একথা লিখেছেন আলী। এটা অনুপ্রেরণাদায়ক।
এসময় তিনি আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মা শান্তি কামনা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ