
লুইসভিল: ইমাম জায়েদ শাকিরের শেষ দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি টানা হলো ‘দ্য গ্রেটেস্ট’ মোহাম্মদ আলীর জানাযা ও শেষকৃত্যানুষ্ঠানের। এর মধ্য দিয়ে শেষ হলো গৌরবজনক এক অধ্যায়ের।
যার শুরু হয়েছিল ১৯৪২ সালে। শেষ হলো ২০১৬ সালের জুন মাসে। ১৯৬০ সালে রুম অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে বক্সিংয়ের মঞ্চে উত্থান হয়েছিল আলীর। নিজেকে তিনি নিয়ে গিয়েছেন অন্যতম উচ্চতায়।
হয়েছেন সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের পাশাপাশি ক্যারিয়ারের ৬১টি লড়াইয়ে জিতেছেন ৬৫টিতে। এর মধ্যে ৩৭টিতে ছিলেন অপরাজিত চ্যাম্পিয়ন।
বক্সিং মাঠে যার হুঙ্কার ছিল ‘আমি প্রজাপতি হয়ে উড়ি ও মৌমাছি হয়ে দংশন করি’। সেই কিংবদন্তি আলী কেবল খেলা দিয়ে নয় মানবতার পক্ষে সব সময় সোচ্চার থেকে নিজেকে গড়ে তুলেছিলেন বিশ্ব নাগরিক হিসেবে।
১৯৭৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ‘স্বাধীন’ হিসেবে মোহাম্মদ আলী নাম ধারণের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দেন আলী। ইসলামের সত্যিকারের রুপ ধারণ করে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করে গেছেন।
ফলে সব দেশ, ধর্ম ও বর্ণের মানুষের কাছে আলী হয়ে উঠেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অসম সাহস। ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকার করে তিনি বলেছিলেন, ‘তারা তো আমাকে নিগ্রো বলে না। তাদের সাথে আমার কোন বিরোধ নেই। কেন আমি যুদ্ধে যাব।’
শেষকৃত্যানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, আলী ছিলেন বিশ্বাসের সত্যিকারের মুক্ত মানুষ। যিনি অনুধাবন করেছিলেন যে নিজের জীবনকে কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এছাড়া আলীর সাথে করমর্দনের স্মৃতিচারণা করেন তিনি।
ব্রডকাস্টার ব্রিয়ান্ট গামবেল বলেন, আলী আমাদের লড়াইকে নিজের লড়াই বানিয়ে নিয়েছিলেন। তার মতো মানুষের ও তার নীতির প্রয়োজন বিশ্বের রয়ে গেছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আলী ছিলেন আসল আমেরিকা। তিনি সব সময় আমেরিকা হয়ে থাকবেন। তিনি ছিলেন তার সময়ের সবার চেয়ে উজ্জল, বড় ও প্রভাবশালী ব্যক্তি। ওবামার খেলা বিবৃতি শেষকৃত্যানুষ্ঠানে পড়ে শুনিয়েছেন উপদেষ্টা ভেলেরি জ্যারেট।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান তারকা ও রাজনীতিবিদরা আলী সম্পর্কে বিভিন্ন বক্তব্য ও স্মৃতিচারণা করেন। পরে কিংবদন্তি আলীর বন্ধু ও ইমাম জায়েদ শাকিরের মোনাজাত ও শেষ দোয়ার মাধ্যমে শেষ হয় আলীর শেষকৃত্যানুষ্ঠান। এর মধ্য দিয়ে শেষ হলো এক গৌরবজনক অধ্যায়ের।
আমেরিকার সময় ৩ জুন আরিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আলী। বৃহস্পতিবার ইসলাম ধর্মের রীতি অনুযায়ী আলীর জানাযা অনুষ্ঠিত হয় তার জন্মশহর লুইসভিলে। শুক্রবার সব ধর্মের মানুষের অংশগ্রহণে আয়োজিত হয় তার শেষকৃত্যানুষ্ঠান। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই