
ডেস্ক: অবশেষে অবসান হল আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের। রুশ সমর্থিত সরকারি বাহিনী এখন আলেপ্পোর নিয়ন্ত্রণে।
সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষ জনকেও যেন তাদের সাথে পালানোর সুযোগ দেয়া হয়।
আলেপ্পোয় যুদ্ধের অবসান হবার বার্তাটি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।
আলেপ্পোতে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।
পূর্বাঞ্চলে বিজয় সমাগত এই খবর পেয়ে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে থাকা বাসিন্দারা গত সোমবার বিজয়োল্লাস করে।
যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়।
এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সংস্থাটি দাবি, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে।
এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।
সূত্র: বিবিসি
গ্রন্থনা: প্রণব