
রিয়াদ: সিরিয়ার বিদ্রোহীদের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত সৌদি আরব বিদ্রোহীদের কবল থেকে পুনরুদ্ধার করা পূর্ব আলেপ্পোতে সরকারি বাহিনীর হত্যাকাণ্ড অবসানের আহ্বান জানিয়েছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আলেপ্পোর হত্যাকাণ্ডকে একবিংশ শতাব্দীর শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে সংঘটিত সবচেয়ে জঘন্যতম মানবিক ট্রাজেডির ঘটনা হিসেবে উল্লেখ করে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাশার আল আসাদের অনুগত বাহিনীর দ্বারা আলেপ্পোতে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।
সিরিয়ার প্রায় ৬ বছরের গৃহযুদ্ধে দেশটির অর্থনৈতিক এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আলেপ্পো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ২০১২ সালে সরকারী বাহিনীর কাছ থেকে আলেপ্পোর পূর্বাঞ্চল দখল করে নেয় বিদ্রোহীরা। এরপর থেকে আলেপ্পোর পশ্চিমাঞ্চল বাশার আল আসাদের অধীনে এবং পূর্বাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মধ্য নভেম্বরে সিরিয়ার সেনাবাহিনী তাদের মিত্র রুশ বিমান হামলার সহায়তায় পূর্ব আলেপ্পো পুনরুদ্ধার করে।
সৌদি আরব তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে। সৌদি সরকারের দাবি, আরব বিশ্বে প্রভাব বিস্তার করার জন্য সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অযাচিত নাক গলাচ্ছে ইরান।
সৌদি একটি সূত্র জানায়, আলেপ্পোতে চলমান হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করায় পদক্ষেপ নেয়ার জন্য রিয়াদ আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলির কাছে জোর প্রচারণা চালাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ