
মস্কো: সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত শহর আলেপ্পোতে গত বুধবারের বিমান হামলার কথা অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার ফলে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আহত বালক ওমরান দাকনিশের ছবি বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের নির্মমতা আবারো নতুন করে উপলব্ধি করতে পারছে তারা।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা কখনো জনবহুল এলাকা লক্ষ্য করে বিমান হামলা করেনি। বরং বিদ্রোহীরা শহুরে এলাকা লক্ষ্য করে বোমা হামলা করে, যাতে মানবিক সাহায্য কর্মসূচি ব্যাহত হয়।
বিবৃতিতে বলা হয়, ওমরানকে উদ্ধার করা নিয়ে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, পাশের বাড়ীর জানালা অক্ষত রয়েছে। এতে প্রমাণিত হয়, শিশুটির বাড়িটি বিমান হামলার কারণে বিধ্বস্ত হয়নি বরং বিদ্রোহীদের ব্যবহার করা মাইন হামলায় এই অবস্থা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়ায় ৫ বছর বয়সি ওমরান দাকনিচের ধুলোবালি মাখা রক্তাক্ত যে ছবি প্রকাশিত হয়, তা সিরিয়া যুদ্ধের ভয়াবহতা, নৃশংসতা এবং নির্মমতাকেই বিশ্ববাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম