
ঢাকা: গণতন্ত্র প্রতিষ্ঠায় আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বৃহস্পতিবার বিকেলে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সঠিক একটি পথ বের করতে হবে। আলোচনার মাধ্যমে সমঝোতামূলক পথ বের না করলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সঠিক পথ বের করতে হবে। যে পথের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে এবং দলীয় প্রভাব ছাড়াই নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ ২০১৪ সালের আগেও বলেছে, বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হবে না। কিন্তু পরে তারাই আলোচনার জন্য বিএনপিকে ডেকেছে। আওয়ামী লীগ সত্যিকার অর্থে গণতন্ত্রে যদি বিশ্বাস করে, তাহলে সকল রাজনৈতিক দলগুলের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই। সরকারের যে দোদুল্যমানতা, আইন-শৃঙ্খলাবাহিনীর মধ্যে স্ববিরোধিতাই এর বড় প্রমাণ। দেশে আইনের শাসন নেই।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট পি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, যুবনেতা রফিকুল আলম মজনু ও এস এম জাহাঙ্গীর প্রমুখ।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের