
ঢাকা: হাজারীবাগ থেকে গ্রেফতার হওয়া আল আনসার (হুজি) নামের নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম মাহমুদুল হাসান তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন হাজারীবাগ থানার পরিদর্শক(তদন্ত)নজরুল ইসলাম।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন, আল আনসারের সমন্বয়কারী রাশেদুল আলম ওরফে রাশেদ (২৫), মো. আবু বক্কর মনির (২৩), আবদুল্লাহ আল মামুন মিয়া (২৬), রাইসুল ইসলাম রাসেল (২৫) ও মো. আবদুল মালেক।
এর আগে বুধবার ভোরে রাজধানীর হাজারীবাগের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, কয়েকটি সিপিইউ, ল্যাপটপ, প্রিন্টার, হ্যান্ডব্যাগসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়।
ওই দিনই এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘নতুন এই জঙ্গি সংগঠনটি আল কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ থেকে বেরিয়ে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন এ সংগঠন করতে চেয়েছিল জঙ্গিরা।’
তিনি বলেন, ‘হরকাতুল জিহাদ (হুজি) থেকে বেরিয়ে আসা সদস্যরা দুই বছর আগে আল আনসার নামে নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু করে। সংগঠনের হয়ে গ্রেফতারকৃতরা সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও প্রচারণা চালাতো।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস