
সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল নামে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যেই ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের সরিয়ে পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়েছে।
সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট আসার পরও অভিযান শুরু করা হবে।
পুলিশ কমিশনার আরো বলেন, “বাড়িটির একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে মোট ১২টি পরিবার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের দরজা-জানালা বন্ধ করে নিরাপদে থাকতে বলা হয়েছে আর আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি থেকে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। তবে এতে কেউ হতাহত হননি। আশপাশের বাড়ি থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ আশপাশের ভবনের ছাদে উঠে অস্ত্র নিয়ে সর্তক অবস্থানে রয়েছে।
পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। জঙ্গিরা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: প্রীতম