
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ও সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার মাঠে ফিরেছেন। এখন থেকে বিসিবির সকল সুবিধাসহ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে পারবেন তিনি।
শনিবার লন্ডন থেকে দেশে ফিরে মোহাম্মদ আশরাফুল সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, সেই সঙ্গে কৃতজ্ঞ বিসিবি ও দেশের মানুষের প্রতি। আমার ভুলের কথা মাথায় আছে। এবার দেশের প্রতি আমার দায় পরিশোধের পালা।’
বিপিএল কেলেঙ্কারীর পর আশরাফুলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে আপিল করলে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তিন বছরে নামিয়ে আনা হয়। তবে আইসিসি আগেই শর্ত দিয়েছিল, তিন বছর পর আশরাফুলের উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও জাতীয় দলে খেলতে পারবেন না তিনি। কিন্তু এখন থেকে নিয়মিত খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেটে।
অন্যদিকে বিপিএল ছাড়াও আমাদের দেশে বিসিএলও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। সেক্ষেত্রে আশরাফুল কি পারবে সেই টুর্নামেন্টে অংশ নিতে? বিসিবির পক্ষ থেকে এর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আশরাফুল বিপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। আর আমাদের দেশে বিসিএল যেহেতু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক, এই টুর্নামেন্টে সে খেলতে পারবে কি না, এ ইস্যুতে আইসিসির কাছে ‘প্লেয়ার গুড অব কন্ডাক্ট’ চেয়ে মেইল পাঠানো হয়েছে। সেটা পেলেই আর কোন বাঁধা থাকবে না আশরাফুলের। বিসিএলও খেলতে পারবেন তিনি।’
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/টিএস