
ঢাকা: রাজধানীর উত্তরায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পুনবির্বেচনা (রিভিউ) রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রিটকারী সংগঠনগুলো।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতে কার্যতালিকায় এটি শুনানির জন্য রয়েছে। আবেদনে রায় স্থগিতের পাশাপাশি আশিয়ান সিটি এই প্রকল্পে কোনো কার্যক্রম পরিচালনা করতে যেন না পারে- সেই বিষয়েও আদালতে নির্দেশনা চাওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী সাঈদ আহমেদ কবির সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আশিয়ান সিটি কর্তৃপক্ষের করা এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের বৃহত্তর বেঞ্চ ১৬ আগস্ট মঙ্গলবার রায় ঘোষণা করেন।
এই রায়ের ফলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ হিসেবে ঘোষিত হলো বলে জানান আশিয়ান সিটির আইনজীবী।
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করেন। পরে এর বিরুদ্ধে আবেদন করেন রিটকারী সংগঠনগুলো।
এর আগে ২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ।
২০১২ সালের ২২ডিসেম্বর রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া আসিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হাইকোর্টে একটি রিট আবেদন করে।
২০১২ সালে আদালতে রিট আবেদনটি দায়ের করেছিলেন, আইন ও সালিশ কেন্দ্র(আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলনসহ ৮টি সংগঠন।
প্রতিবেদন: ফজলুল হক, সম্পাদনা: মাহতাব শফি/সাইফুল ইসলাম