
সাভার: ঢাকার আশুলিয়ায় এক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাবুল হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার ভোর চারটার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত তিনজন হলেন- মাহবুবুর রহমান, তার স্ত্রী আসমা বেগম ও তাদের কিশোরী মেয়ে মেহরুন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান শরীফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে এক দুর্বৃত্ত মাহবুবুরের টিনশেড বাসার টিন খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় বাবুল তাকে আটকের চেষ্টা করলে দুর্বৃত্ত বাবুলকে কুপিয়ে জখম করে।
চিৎকার শুনে বাসার ভেতর থেকে মাহবুবুর, আসমা ও মেহেরুন এসে বাবুলকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
গ্রন্থনা: কাওসার আহমেদ, সম্পাদনা: জাবেদ