আশুলিয়ায় নারী-পুরুষের লাশ উদ্ধার

সাভার: আশুলিয়ায় পৃথক স্থান থেকে রিতা নামে এক নারী ও অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির। ওসি জানান, আশুলিয়া ঘোরাট এলাকায় একটি বাঁশের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি মহসিনুল কাদির জানায়, আশুলিয়ার ঘোরাট এলাকায় বাঁশের ঝোপের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে রিতা নামে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ