
সাভার: আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। মঙ্গলবার ভোরে আশুলিয়ার পূর্ব জামগড়ায় নাইটিংগেল মেডিকেল কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজের নীতিমালা ভঙ্গের দায়ে দুইটি মেডিকেল কলেজসহ নাইটিংগেল মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ দেন। এ খবর জানার পর থেকে নাইটিংগেল মেডিকেল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের নূর ইমাম মেহেদী নামে এক প্রশাসনিক কমকর্তাকে ও কলেজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন জামান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে।
মঙ্গলবার ভোরে পুলিশ গিয়ে অবরুদ্ধ ব্যক্তিদের ছেড়ে দিতে অনুরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি টিয়ারসেল নিক্ষেপ করে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই