
সাভার: আশুলিয়ার একটি পোশাক কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার সকালে ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার কারখানার পঞ্চম তলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শ্রমিক মমিনুল ইসলাম গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশিচম পাড়া গ্রামের সবুর হোসেনের ছেলে।
ওসি জানান, ওই ঘটনায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে আশুলিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই