
ডেস্ক: পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশ করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
শুক্রবার আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ নিউজ এজেন্সির খবরের বরাত দিয়ে সাইটের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আইএসের ‘আমাক’ নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে আইএসের যোদ্ধারাই দেশটির উত্তরাঞ্চলের জেলা পাবনায় এক হিন্দু আশ্রমের সেবককে হত্যা করেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের কাছে ৬০ বছর বয়সী নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে দেশে বেশ কয়েকটি গুপ্ত হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করে বলে সাইট ইন্টেলিজেন্সের খবরে বলা হয়।
তবে ওইসব হামলার পেছনে আইএস জড়িত বলে অস্বীকার করে আসছে সরকার। সরকার বলছে, দেশীয় জঙ্গি ও সন্ত্রাসীরা এসব হামলা করছে। এসব সন্ত্রাসীদের ধরতে দেশব্যাপী চলছে বিশেষ অভিযান। এতে এখন পর্যন্ত সারা দেশে সহস্রাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসপিকে/এসআই