
ঢাকা: দীর্ঘ সাত বছর পর আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’। ছবিটি পরিচালনা করছেন নার্গিস আক্তার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন টনি ডায়েস ও চিত্রনায়িকা পপি।
ছবিটি নিয়ে পরিচালক নার্গিস আক্তার বলেন, ‘আমরা ছবিটি মুক্তি দিতে পারছি, এ জন্য ভালো লাগছে। আমি সব সময় বাংলাদেশের বাংলা ছবি বানাই, এই ছবি দেখে আপনাদের মনে হবে, বাংলাদেশের একটি বাংলা ছবি দেখেছি।’
‘পৌষ মাসের পিরিত’ ছবির সংগীতশিল্পী মমতাজ বেগম বলেন, ‘ এখন সিনেমা দেখতে গেলে কিছুক্ষণ পরে মনে হয়, কেন বাচ্চা নিয়ে ছবি দেখতে এলাম। একা দেখতে গেলে মনে হয়, একাই এসে ঠিক করেছি, সঙ্গে ছেলেমেয়ে নিয়ে এলে কী যে হতো! তবে ‘পৌষ মাসের পিরিত’ ছবিটা সবাই পরিবার নিয়ে দেখতে পারবেন।’
ছবির নায়ক টনি ডায়েস বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি স্কাইপের মাধ্যমে সাংবাদিকদের বলেন, ‘একটি কাজের জন্য আমরা কী পরিমাণ কষ্ট করেছি, তা ভাবতেই অবাক লাগে। তবে এটা সম্ভব হয়েছে আমাদের পুরো টিমের জন্য। আশা করি দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন।
দুই বাংলার বিখ্যাত ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ছবি ‘পৌষ মাসের পিরিত’। ছবির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ ও মনির খান।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা- হাসান জিহাদ, জাহিদুল ইসলাম