
ক্যালিফোর্নিয়া: ২০১৭ সালের ১৪ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘ফার্স্ট এ্যান্ড ফিউরিয়াস-৮’ যা অনেকের মাঝেই ‘ফার্স্ট ৮’ নামে সুপরিচিত। এফ গ্রে গ্রে’র পরিচালনায় ও ক্রিস মরগানের কাহিনি অবলম্বনে ফার্স্ট এ্যান্ড ফিউরিয়াস সিরিজের ৮ম এই ছবিটির পরিকল্পনা ও নির্মাণের ঘোষণা আসে ২০১৫ সালের মার্চ মাসে।
ছবিটির শুটিং নিউইয়র্ক সিটিতে করা হবে বলে ঐ মাসেই ভিন ডিসেল ভক্তদের উদ্দেশ্যে জানান।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় তারকা ভিন ডিসেল, ডইন জনসন, মাইকেল রড্রিগুয়েজ এবং কার্ট রাসেলসহ ফার্স্ট-৮’র অন্যান্য সব তারকা শুটিং ইউনিট ও তাদের ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুটিংয়ের শেষদিনে ছবির অফিসিয়াল পেজে একটি চিঠি প্রকাশ করে ভক্ত ও শুটিং ইউনিটের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম ও সহযোগিতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
জনপ্রিয় এই ছবিটির এখন পর্যন্ত ৭টি পর্ব প্রকাশিত হয়েছে এবং প্রতিটিই সফল ও দর্শকনন্দিত। সর্বশেষ ২০১৫ সালে ‘ফিউরিয়াস-৭’ নামে ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ছবি প্রকাশিত হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/মোঃ মাইনুল হোসেন/সাইফুল