
ঢাকা: আইসিটি বিভাগের উদ্যোগে সরকারের সকল কর্মকর্তাদের মধ্যে আন্তঃযোগাযোগ রক্ষায় নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে সাংবাদিকদের জন্য বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তথ্য জানান।
পলক বলেন ‘আইসিটি ডিভিশন আলাপন’ নামের নতুন এই অ্যাপসটির বেটা ভার্সন তৈরিতে সহায়তায় করছে দেশীয় আইটি প্রতিষ্ঠান রিভ কর্পোরেশন। স্থানীয়ভাবে তৈরি এই অ্যাপ্লিকেশনটি ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ রক্ষা করতে সহায়তা করবে।’
তিনি আরো বলেন, আশা করছি অল্প দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারবো। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপের মাধ্যমে ১৪ লাখ সরকারি কর্মকর্তা আছেন, তাদের আন্তঃসংযোগের জন্য ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স- প্রত্যেকটা কাজ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প পরিমাণ অর্থ খরচ করে ব্যবহার করতে পারবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) সভাপতি শামীম আহসান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মনজুর কাদের চৌধুরী ও রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই