
ঢাকা: ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ২৬ জুন থেকে নতুন একজোড়া বিরতিহীন ট্রেন চালু করবে। ট্রেনটির নাম ‘সোনার বাংলা এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেনটির উদ্বোধন করবেন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটি যাতায়াতের সময় ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। এছাড়া পথিমধ্যে কোন স্টেশনে থামবে না।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী কোচ থাকবে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও থাকবে। ঢাকা-চট্টগ্রামের মধ্যে সুবর্ণ এক্সপ্রেস নামে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চলাচল করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি