
বেইজিং: নারীরা লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে ভালোবাসেন। তাদের চাহিদার কথা ভেবেই বিশ্বজুড়ে নামকরা বিভিন্ন কসমেটিকস কোম্পানি হরেক রঙের এবং গন্ধের লিপস্টিক প্রস্তুত করে থাকে। কিন্তু আসল ফুল ভাসমান অবস্থায় থাকা লিপস্টিকের কথা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। অবশ্য চীনা একটি কোম্পানি ঠিক এই কাজটিই করে দেখিয়েছে।
স্বচ্ছ জেলির মধ্যে আসল ফুল ভাসমান অবস্থায় রেখে নতুন এক ধরনের লিপস্টিক তৈরি করেছে চীনা কসমেটিকস কোম্পানি কালিজুমেই। ফ্লাওয়ার জেলি লিপস্টিকগুলি জমকালো, গ্লসি। এগুলোর মধ্যে সোনালি কণা এবং আসল ফুল দেখা যাবে।
মনোমুগ্ধকর এই লিপস্টিকগুলির নামও বেশ চমৎকার। মিনিটমেইড, ডল পাউডার নামের এই লিপস্টিকের রঙ স্বচ্ছ। তবে ঠোঁটে লাগানোর পর হাল্কা গোলাপি রঙ ধারণ করে। অবশ্য গায়ের তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই লিপস্টিকগুলির রঙও গাঢ হতে থাকে। আপনার গায়ের রঙ যদি ঠান্ডা হয় তাহলে লিপস্টিকের রঙও হাল্কা হবে।
সুতরাং আপনার যদি টকটকে রঙের প্রতি আলাদা কোন আকর্ষণ থাকে তাহলে কালিজুমের লিপস্টিক ব্যবহারের চিন্তা বাদ দেয়াই ভালো।
প্রতিটি লিপস্টিক ২৫ থেকে ৩০ ডলারে বিক্রি হচ্ছে। অনলাইনে ই-বে থেকে কেনা যাবে। সুতরাং এই ঈদে ঠোঁটের জন্য নতুন কিছু ব্যবহার করতে চাইলে ফ্লাওয়ার জেলি লিপস্টিক ট্রাই করে দেখতে পারেন। সূত্র: হাফিংটন পোস্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে