
ডেস্ক : ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) হামলায় অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেে আরও চারজন।
শনিবার ভোর সাড়ে ৫টায় রাজধানী গুয়াহাটি থেকে ৫শ’ কিলোমিটার দূরে আপার আসামের তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় সামরিক যানে শক্তিশালী বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনিত নিউটনের বরাতে এনডিটিভি জানিয়েছে, উলফার সদস্যরা রাস্তায় বিস্ফোরক (আইইডি) পুঁতে রেখে অপেক্ষা করছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হলে সেনাদের গাড়ি থেমে যায়। তখন সশস্ত্র ব্যক্তিরা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে।
বিদ্রোহী গোষ্ঠীটির সামরিকপ্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন।
গত বুধবার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকার কাছেই উলফার সদস্যরা পেংগেরি চা বাগানের টাকাভর্তি একটি গাড়িতে হামলা চালালে একজন নিহত ও দুইজন আহত হন।
আসাম পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিলের সিদ্ধান্তে উলফার মতো ক্রিয়াশীল বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কাছে থাকা অগাধ অর্থ ‘কার্যত অচল’ হয়ে পড়েছে। এজন্যই তারা পেংগেরি চা বাগানের শ্রমিকদের জন্য নিয়ে যাওয়া টাকাভর্তি গাড়িতে হামলা চালিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের।
সম্পাদনা: জাবেদ চৌধুরী