
ঢাকা: বেশ কিছু দিন বিরতির পর আবার শুরু হয়েছে ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির তৃতীয় লটের শ্যুটিং। নির্মাতা শাহিন সুমনের পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন নবাগত নায়িকা অধরা খান।
তার বিপরীতে অভিনয় করেছেন দুই নায়ক আসিফ নূর ও সুমিত। এদের মধ্য আসিফ নবাগত। বর্তমানে দুটি গান ও কিছু দৃশ্যের শ্যুটিংয়ের জন্য ছবির ইউনিট কক্সবাজারে অবস্থান করছেন।
নির্মাতা শাহিন সুমন বলেন, ইতিমধ্যে আমি ছবির অর্ধেক শ্যুটিং শেষ করেছি। এই পর্যায়ে আরো ৩০ শতাংশ শ্যুটিং শেষ হবে। বাকি শ্যুটিং আগামী মাসে ঢাকায় করার ইচ্ছা আছে।’
নিজের ছবির গল্প নিয়ে পরিচালক শাহিন সুমন বলেন, ‘এই ছবির গল্পটা একেবারেই প্রেমের একটি গল্প। আমার কলেজজীবনে নিজের দেখা একটি গল্প। অনেক দিন থেকেই গল্পটি নিয়ে ছবি বানানোর ইচ্ছা ছিল। সেখান থেকেই ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি করছি।’
এদিকে নবাগতা নায়িকা অধরা খান জানান, কক্সবাজারে আমরা প্রায় ৮-৯ দিন ছবিটির দুটি গান ও কিছু সিকুয়েন্সের কাজ করবো। পরবর্তীতে ঢাকায় ফিয়ে ছবির বাকি কাজ শেষ করবো।
উল্লেখ্য, প্রথম ছবির কাজ শেষ হতে না হতেই নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগতা চিত্রনায়িকা অধরা খান। ‘রাগী’ নামের ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।
অন্যদিকে নবাগত নায়ক আসিফ নূরের একটি ছবি গত ১২ আগস্ট মুক্তির ঘোষণা দিয়েও বন্যার জন্য পিছিয়ে দেয়া হয়েছে। ‘এক পৃথিবী প্রেম’ নামের ওই ছবিটি আগামী কোরবানির ঈদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন-আসিফ আলম,সম্পাদনা-জাহিদুল ইসলাম