
ঢাকা: এতদিন কুলিং ফ্যানের মাধ্যমে ল্যাপটপকে ঠাণ্ডা রাখলেও এবার পানি দিয়েই ঠাণ্ডা রাখা যাবে ল্যাপটপ। তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা সংস্থা আসুস আনতে যাচ্ছে বিশ্বের সর্বপ্রথম লিকুইড কুল ল্যাপটপ ‘ROG GX700’।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, আসুস ল্যাপটপটির জন্য মূল্য নির্ধারণ করেছে ৪ লাখ ১২ হাজার ৯৯০ ভারতীয় রুপি।
নতুন এই ল্যাপটপটি গেমিং ল্যাপটপ ক্যাটাগরিভুক্ত হওয়ায় এর একটি অংশ তাই হাইড্রো ওভারলকিং সিস্টেমটিও। কোম্পানির সূত্রে জানানো হয়েছে হাইড্রো ওভারলকিং সিস্টেম ল্যাপটপ থেকে বেরনো প্রায় ৫০০ ওয়াট অবধি গরম সহ্য করে নেবে। এতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ‘স্কাইলেক’ কোর আই-সেভেন-৬৮২০এইচকে প্রসেসর। ল্যাপটপের ভিতরে থাকবে ডিডিআর ফোর এর ১৬ জিবি র্যাম যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। গ্রাফিক্সের জন্য কোম্পানি ল্যাপটপে দিয়েছে এনভিডিয়া জেফোর্স জিটিএক্স ৯৮০ জিপিউ সহ ৮ জিবির জিডিডিআর ফাইভ ভি র্যাম।
৩কেজি ৯০০গ্রাম ওজনের এই ল্যাপটপে থাকছে ১৭.৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি স্ক্রিন, এইচডি ওয়েব ক্যামেরা, টু ইন ওয়ান কার্ড রিডার। কোম্পানি খুব সীমিত সংখ্যক এই ল্যাপটপ বাজারে আনার ফলে এটি পাওয়া যাবে শুধু আসুসের ইন্ডিয়ার সাইটে।
এছাড়াও থাকছে ১টি মাইক্রোফোন জ্যাক, হেডফোন জ্যাক, দুটি ইউএসবি ৩.১ টাইপ সি পোর্ট, তিনটি ইউএসবি ৩.০ পোর্ট, ল্যান লাইন ঢুকানোর জন্য আরজে ফোরটি ফাইভ ল্যান জ্যাক, ও এসি এডাপটর প্লাগ।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই