
সিরাজগঞ্জ: কামারখন্দে সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম মিল্টন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুবুল আলম মিল্টন কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং থানা আওয়ামী লীগের নেতা ছিলেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টনের মাথায় ও পায়ে গুলি করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের বড় ভাই আলী জিন্না বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ